Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দারিদ্র্য বিমোচন কার্যক্রম, সেবামূলক কার্যক্রম ও সৌরশক্তি প্রকল্পঃ
বিস্তারিত

 

১। দারিদ্র্য বিমোচন কার্যক্রমঃ

   ক) ক্ষুদ্র ঋণ কর্মসূচি (এমসি) : দরিদ্র ও অসুবিধাগ্রস্থ  পুরুষ/মহিলাদের  সংগঠিত  করে  সমিতির  মাধ্যমে প্রতিষ্ঠানের

       নির্ধারিত নিয়মে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়।

       সময়সীমাঃ প্রয়োজনীয় কাগজপত্রপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ১/২ সপ্তাহ।

       দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ মাঠ সংগঠক/মাঠ কর্মকর্তা।

   খ) ক্ষুদ্র উদ্দ্যোক্তা ঋণ কর্মসূচী (সেল্প) : চলমান  ক্ষুদ্র  ব্যবসায়ীদের  ব্যবসা  সম্প্রসারনের  লক্ষ্যে  প্রতিষ্ঠানের নির্ধারিত

        নিয়মে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ বিতরন/প্রদান করা হয়।

       সময়সীমাঃ প্রয়োজনীয় কাগজপত্রপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ১/২ সপ্তাহ।

       দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ সহকারী (SA)।

 

২। সেবামূলক কার্যক্রমঃ
   ক) প্রশিক্ষণ কর্মসূচিঃ নেতৃত্ব বিকাশ ও সামাজিক  উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্যারাটেক  প্রশিক্ষণ। যথা-শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি,

        স্যানিটেশন,  প্রাথমিক চিকিৎসা, পরিবেশ, বনায়ন, নাগরিক অধিকার,  নারীর অধিকার,  কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ

        ইত্যাদি বিষয়ে সমিতির সাপ্তাহিক প্রশিক্ষণ, ফোরাম/ উঠান বৈঠক/ উপজেলা কার্যালয়/ নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ

        কেন্দ্রে (প্রযোজ্য ক্ষেত্রে) প্রশিক্ষণ প্রদান।

        {!} প্রশিক্ষণ ফোরাম : সমিতির সকল সদস্যকে সাপ্তাহিক সভায় (উঠান বৈঠক) বিভিন্ন সামাজিক ও আর্থিক বিষয়ের

             উপর বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

        {!!} নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ : সমিতির  নেতৃত্বদানকারী  আগ্রহী সদস্যদের উপজেলা কার্যালয়ে

             চাহিদা মোতাবেক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

        {!!!} দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (কৃষি,মৎস্য ও প্রানিসম্পদ) : সমিতির যে কোন আগ্রহী সদস্যদের উপজেলা কার্যালয়ে

               চাহিদা মোতাবেক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

        {!!!!} প্যারাটেক প্রশিক্ষণ (কৃষি,মৎস্য ও প্রানিসম্পদ) : সমিতির শিক্ষিত,পূর্বে প্রশিক্ষণ প্রাপ্ত ও পেশা ভিত্তিক আগ্রহী

                সদস্যদের নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাহিদা মোতাবেক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দান।

 

   খ) সঞ্চয় কর্মসূচীঃ সাপ্তাহিক, মাসিক ও মেয়াদী সঞ্চয় স্কীম।

       {!} সাধারন সঞ্চয় (সাপ্তাহিক) : সমিতির সাপ্তাহিক সভায় সদস্যদের নিকট থেকে তাদের সামর্থ অনুযায়ী সঞ্চয় জমা

           করা হয়।

           সময়সীমাঃ প্রতি সাপ্তাহিক সভা।

      {!!} সোনালী সঞ্চয় (মাসিক) : পিডিবিএফ এর আওতাভুক্ত সকল পর্যায়ের সদস্য এবং কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সর্বনিম্ন

            ১০০/= টাকা থেকে সর্বোচ্চ যেকোন হারে ৪,৬,৭ ও ৯ বছর মেয়াদী এই হিসাব খুলতে পারবেন।

            সময়সীমাঃ প্রতি মাসের যেকোন তারিখ।

      {!!!} মেয়াদী সঞ্চয় (এক কালীন) : পিডিবিএফ  এর  আওতাভুক্ত  সকল পর্যায়ের  সদস্য এবং কর্মকর্তা/কর্মচারীবৃন্দ

             এককালীন সর্বনিম্ন ৫,০০০/= টাকা  থেকে সর্বোচ্চ  যেকোন পরিমাণ টাকা ০১ বছর থেকে ০৭ বছর মেয়াদের

             জন্য এ স্থায়ী আমানত হিসাব  খুলতে  পারবেন। এই হিসাবের মেয়াদ ৭ বছর পুঁর্তিতে এককালীন প্রাপ্তি দ্বিগুন।

 

৩। সৌরশক্তি প্রকল্পঃ সোলার হোম সিস্টেম স্থাপন/বিক্রয়/বিতরণ।